ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
আজ বুধবার(২৪ জুন) সকাল ১০টায় কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের আইসিটি এবং অফিস ব্যবস্থাপনা বিষয়ে ই-ফাইলিং (নথি) বিষয়ক ২ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও একসেস টু-ইনফরমেশন (এটুআই) এর সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।
ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মো: ফিরুজুল ইসলাম এর সভাপতিত্বে উদ্ধোধন কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: নূরুন্নবী চৌধুরী। তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জন করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখার উদ্দেশ্যকে সামনে রেখে কর্মশালায় ভূরুঙ্গামারী উপজেলার উপজেলা শিক্ষা অফিসার জ্যোতির্ময় চন্দ্র সরকার, উপজেলা কৃষি অফিসার মো: আসাদুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: শাহ্ নেওয়াজ প্রমুখ অংশ নেন।
তথ্য প্রযুক্তি নির্ভরতার বিকল্প নাই উল্লেখ করে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার মো: ফিরুজুল ইসলাম বলেন প্রযুক্তি সর্ম্পকে সকল কর্মকর্তাদের দক্ষ হতে হবে। দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক কর্মকর্তাকে আরও বেশি প্রযুক্তি নির্ভর হওয়ার আহব্বান জানান তিনি।
Leave a Reply