রফিকুল হাসান রনজু, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ভূরুঙ্গামারীতে আরো একনারীর দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্ত নারী ঢাকা ফেরৎ। তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের ঝুকিয়া গ্রামে। শুক্রবার বিকেলে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্হ্য ও প:প: কর্মকর্তা এএসএম সায়েম। উপজেলায় এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাড়াল ৯ জনে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে ঢাকা থেকে আসার পরেই তাদের হোম কোয়ারেন্টাইনে রেখে আক্রান্ত ব্যাক্তির পরিবারের ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়। আজ শুক্রবার বিকেলে প্রাপ্ত ফলাফলে ৪ জনের মধ্যে ১ জনের পজিটিভ পাওয়া যায়।
উল্লেখ্য যে আক্রান্ত নারীর স্বামী ঢাকাতেই করোনার উপসর্গ নিয়ে মারা গেলে তারা বাড়িতে আসেন। পরে তাদের নমুনা নেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্হ্য ও প:প: কর্মকর্তা বলেন আক্রান্ত নারী নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন। তিনি সুস্থ আছেন। তাকে প্রয়োজনীয় পরামর্শ ও ঔষধ পত্র দেয়া হয়েছে।
Leave a Reply