নাহিদ হাসান নিবিড়,
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর কুঠিবাড়ি মাঠে প্রায় ১০ শতাংশ করলা, ঝিঙ্গা ও শসার ফলন্ত গাছ কেটে ও উপড়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের আধারে দুর্বৃত্তরা কছিমুদ্দিনের ছেলে মোঃ বাহার উদ্দিনের ১০ শতাংশ জমিতে চাষ করা করলা, ঝিঙ্গা ও শসার ফলন্ত গাছ কেটে ও উপড়ে ফেলেছে। এতে বাহার উদ্দিন প্রতি সাপ্তাহে দশ হাজার টাকার সবজি বিক্রয় করত তার মাসিক চল্লিশ-পয়তাল্লিশ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ক্ষতিগ্রস্ত বাহার উদ্দিন জানান, ‘শুক্র সকালে আমার আবাদি জমিতে গিয়ে দেখি ফসলের ব্যাপক ক্ষতির অবস্থা। ওই মাঠে শুধু আমার করলা, ঝিঙ্গা ও শসার ফলন্ত গাছ মরা অবস্থায় অন্যাদের জমির ফসল ঠিক আছে।’
তিনি আরো বলেন, ‘পার্শ্ববর্তী একই এলাকার কামরুল, একরামুল, কহিনুর ও অছিম উদ্দিন প্রায় তিন সপ্তাহ আগে বাহার উদ্দিনের সাথে ঝগড়া লাগে। নিজস্ব জমিতে প্রতি নিয়ত সবজি আবাদ করে জীবিকা নির্বাহ করেন। ফসল ও খুব ভাল হয়। কিন্তু এলাকার উক্ত লোকদের সাথে বিরোধ ছিলো। সেই বিবাদের জের ধরে আমার এ ধরণের ক্ষতি করতে পারে। বিষয়টি তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদ্স্যকে জানয়েছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান ফরিদুল হক শাহিন শিকদার বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply