রফিকুল হাসান রনজু,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে ভূরুঙ্গামারীতে জনঘনত্ব কমাতে উপজেলার সকল হাট-বাজারকে খোলা মাঠে স্থানান্তর করতে উদ্যোগ গ্রহন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা সদরের সবচেয়ে বড় হাটটি শনি ও মঙ্গলবার হওয়ায় এ উপজেলার ১০টি ইউনিয়নের মানুষ তাদের উৎপাদিত শস্য বিক্রয়লব্ধ অর্থ দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, কাঁচা শাক-সব্জি, মাছ-মাংস ও পাইকারী /খুচরা ক্রয়-বিক্রয়ের জন্য এ হাটে আসে। ফলে এই দুই দিন করোনা ভাইরাস ঠেকাতে জনঘনত্ব কমানোর যে গুরুত্ব আরোপ করা হয়েছে তা মেনে চলা কোন ক্রমেই সম্ভব হয়না। তাই উপজেলা সদরের এই হাটটিকে অনতিদুরত্বের সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের বিশাল মাঠে সাময়িক স্থানান্তর করা হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম বলেন, শুধু ভূরুঙ্গামারী সদরের এই হাট নয় উপজেলার সকল হাট-বাজারকে পার্শ্ববর্তী কোন বিদ্যালয়ের মাঠ কিংবা বিস্তীর্ন খোলা মাঠে স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে।
Leave a Reply