রফিকুল হাসান রনজু, ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
ভুরুঙ্গামারীতে পুকুরে ডুবে ১ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ভোটহাট গ্রামের মোঃ শামসুল হকের শিশু পুত্র (১ বছর ৪ মাস) পিতামাতার অজান্তে বাড়ির সামনের একটি পুকুরে ডুবে মারা যায়। অনেক খোজাখোজির পর পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ রবিউল ইসলাম এবং ডাঃ মোঃ সাদ্দাম হোসেন ( আর,এম,ও ) তাকে মৃত ঘোষনা করে লাশের আত্মীয় স্বজনদের নিকট হস্তান্তর করেন। ভুরুঙ্গামারী থানার ওসি মুহাঃ আতিয়ার রহমান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ ছিলনা বিধায় শিশুটিকে দাফনের নির্দেশ দেয়া হয়েছে।
Leave a Reply