ভূরুঙ্গামারীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ল বসত ঘর ও ইজিবাইক
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি বসত ঘরসহ ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে আব্দুল জলিলের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় স্থানীয় বাসিন্দারা মিলে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
আগুনে ক্ষতিগ্রস্ত আব্দুল জলিল জানান, বৈদ্যুৎতিক শর্ট সার্কিটের আগুনে একটি বসত ঘর, ব্যাটারীচালিত ইজিবাইক ও তার ছেলে জহুরুল ইসলামের ব্যাটারিচালিত ভ্যান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারুজ্জামান কামরুল বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পাওয়া মাত্রই আমি ঘটনাস্থলে গিয়েছি।
আগুনে একটি বসত ঘর, ব্যাটারীচালিত ইজিবাইক ও ব্যাটারিচালিত একটি ভ্যান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারটিকে সরকারি সহায়তা পেতে সহযোগিতা করা হবে।