ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে ভূরুঙ্গামারী প্রেস ক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, ওসি ইমতিয়াজ কবির ও প্রেস ক্লাব সম্পাদক এমদাদুল হক মন্টু প্রমুখ। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলের তোড়া তুলে দেন প্রেস ক্লাবের কার্যকারী সদস্য ও নয়া দিগন্ত ভূরুঙ্গামারী প্রতিনিধি শামসুজ্জোহা সুজন। এর আগে দৈনিক আমার সংবাদ পত্রিকার সপ্তম বর্ষ পূর্তি ও অষ্টম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা হয়। আমন্ত্রিত অতিথিরা পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
Leave a Reply