রফিকুল হাসান রনজু, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) উপজেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারতে ২০পিছ ইয়াবা সহ এক রিক্সা চালককে আটক করেছে থানা পুলিশ।
বুধবার রাত সাড়ে নয়টার সময় উপজেলা পরিষদের পুর্বগেট সংলগ্ন রাস্তা থেকে ভূরুঙ্গামারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ২০ পিছ ইয়াবাসহ আব্দুস সালাম(৩০) নামে এক রিক্সা চালককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আঃ সালাম উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মোঃ সোহবার আলীর পুত্র। ভুরুঙ্গামারী থানার ওসি মুহাঃ আতিয়ার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত রিক্সাচালকের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।মামলা নং ৩। তারিখ ৩.৬.২০২০ ইং।
বৃহস্পতিবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply