রহমতউল্লাহ আশিকুর জামান নুর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার মহাদেবপুরে ট্রাক্ট চাপায় এক মোটরসাইকেল আরোহী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্টের মৃত্যু হয়েছে।
৩ রা মার্চ, বুধবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের রানীপুকুর এলাকার ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরেজ এর সামনে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ওই ব্যক্তির নাম গফুর আলী (৫৫)। তিনি জেলার মান্দা উপজেলার কৌর্বত্তপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গফুর আলী ও তার খালাত ভাই জাহাঙ্গীর হোসেন বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নওগাঁ যাচ্ছিলেন।
পথিমধ্যে ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরেজ এর সামনে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সাথে সংঘর্ষে মোটরসাইকেল থেকে সড়কে পরে যান গফুর আলী। এসময় মান্দাগামী অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে তার খালাত ভাই জাহাঙ্গীর হোসেন আহত হয়েছেন।
এ সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওহাটামোড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জিয়াউর রহমান।
Leave a Reply