শরিফা বেগম শিউলী, রংপুর জেলা প্রতিনিধিঃ
স্বাস্থ্য বিভাগ নিজেদের দুর্নীতিকে ঢাকতেই সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে অমানবিক নির্যাতন করেছে এবং তাকে মামলা দিয়ে হয়রানি করছে বলে দাবি করছেন টেলিভিশন ক্যামেরা জারনালিষ্ট এসোসিয়েশন (টিসিএ) রংপুর জেলা শাখা।
বৃহস্পতিবার (২০ মে) সকালে টেলিভিশন ক্যামেরা জারনালিষ্ট এসোসিয়েশন (টিসিএ) রংপুর জেলা শাখা’র আয়োজনে জেলায় কর্মরত সাংবাদিক ও ক্যামেরা পারসনদের অংশগ্রহনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, টিসিএ রংপুরের সভাপতি শাহ্ নেওয়াজ জনি, সহ-সভাপতি সাদ্দাম হোসেন ডেমি, সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, কোষাধ্যক্ষ শরীফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক একেএম সুমন মিয়াসহ টিসিএ প্রমুখ।আরো উপস্থিত ছিলেন বৈশাখী টিভির রংপুর ব্যুরো আফতাব হোসেন, রংপুর রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সাধারণ সম্পাদক রণজিৎ দাশ,মহিলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শরিফা বেগম শিউলী,রবিন চৌধুরী রাসেলসহ আরো অনেকে।
এছাড়াও বক্তারা আরো বলেন, স্বাস্থ্য বিভাগ নিজেদের দুর্নীতিকে ঢাকতেই সাংবাদিক রেজিনা ইসলামকে আটকে রেখে অমানবিক নির্যাতন করেছে এবং তাকে মামলা দিয়ে হয়রানি করছে। অবিলম্বে রেজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবী জানান এবং স্বাস্থ্য বিভাগে কমর্রত জেবুন্নেছাসহ স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের অপসারণে সরকারের প্রতি দাবী জানান তারা। মানবন্ধনে রংপুরের সাংবাদিকবৃন্দ অংশ গ্রহন করে।
Leave a Reply