শাহজাদপপুর উপজেলা প্রতিনিধিঃ
শাহজাদপুরে লেগুনার ধাক্কায় যুবকের মৃত্যু সিরাজগঞ্জের শাহজাদপুরে লেগুনার ধাক্কায় এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম পিয়াস (২১), সে পৌর শহরের শক্তিপুর পশ্চিম পাড়ার আজমত শেখের ছেলে।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, গত সোমবার রাতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পারকোলা নামক স্থানে পিয়াস সিএনজি থেকে নেমে ভাড়া দেওয়ার সময় পিছন থেকে আসা একটি লেগুনা ধাক্কা দিলে সে আহত হয়।
পরে স্থানীয়রা পিয়াসকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক পিয়াসকে শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তীতে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
Leave a Reply