বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন। সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে সকলের শীর্ষে রয়েছেন তিনি। এমনকি এশিয়ার সবচেয়ে আবেদনময়ী পুরুষের তালিকাতেও তার নামটি রয়েছে সবার উপরে। এছাড়া ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী সবচেয়ে জনপ্রিয় তারকাও তিনি।
চলচ্চিত্র দুনিয়ায় হৃত্বিকের অভিষেক হয় একজন সহকারী পরিচালক হিসেবে। বাবা রাকেশ রোশনের চারটি সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। এরপর ২০০০ সালে বাবার পরিচালিত ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমার মধ্য দিয়ে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।একই বছর মুক্তি পায় হৃত্বিকের ‘ফিজা’। এরপর ২০০১ সালে করণ জোহর প্রযোজিত ‘কাভি খুশি কাভি গাম’-এ অভিনয় করেন তিনি। পরে এক এক করে ‘কোই…মিল গায়া’, ‘কৃষ’, ‘কৃষ থ্রি’, ‘যোধা আকবর’, ‘গুজারিশ’, ‘ধুম টু’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘অগ্নিপথ’ উপহার দিয়েছেন ভক্তদের। সবশেষ যশরাজ ফিল্মস প্রযোজিত ‘ওয়ার’-এ অভিনয় করে বাজিমাত করেছেন এই তারকা। সেই সঙ্গে গড়েছেন বেশ কয়েকটি রেকর্ডও।
১৯৭৪ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেছেন হৃতিক রোশন। আজ গ্রিক দেবতা খ্যাত এই তারকার ৪৬তম জন্মদিন। বিশেষ এই দিনটিতে তাকে শুভকামনা জানাচ্ছেন তার ভক্তরা। পাশাপাশি তার পরিবারের সদস্যরাও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ছেলের ভিন্ন একটি মুহূর্তের কয়েকটি ছবি শেয়ার করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন হৃত্বিকের মা পিংকি রোশন। ছবিগুলো ভিন্ন বলা হচ্ছে কারণ এই ছবিগুলো হৃত্বিকের ব্রেইন অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেয়ার আগে তোলা হয়েছিল।
অন্যদিকে, হৃতিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন তার সাবেক স্ত্রী সুজানা। যেখানে তিনি বলিউডের এই সুপারস্টারকে শ্রেষ্ঠ বাবার তকমা দিয়েছেন।
চলুন হৃত্বিকের ৪৬তম জন্মদিনে জেনে নেওয়া যাক তার জীবনের জানা-অজানা কিছু তথ্য…
** হৃত্বিকের নামের পদবি রোশন নয়, তার পদবি নাগরাথ।
** বোম্বের স্কোটিশ স্কুল থেকে পড়াশুনা শুরু করেন হৃত্বিক রোশন। এরপর তিনি সাইডেনহাম কলেজ থেকে বি.কম করেন।
** চেইন স্মোকার ছিলেন হৃত্বিক রোশন। কিন্তু ‘হাউ টু স্টপ স্মোকিং’ বই পড়ার পর ধুমপান ছেড়ে দেন।
** ডান হাতে দুটি বৃদ্ধ আঙ্গুল নিয়ে জন্মগ্রহণ করেছেন হৃত্বিক রোশন। আর এটিকে তিনি সৌভাগ্যের প্রতীক মনে করে থাকেন। কিন্তু সিনেমায় সবসময় এটি লুকিয়ে রাখার চেষ্টা করেন বলিউডের এই সুপারস্টার।
** ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমার মধ্য দিয়ে ২০০০ সালে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখের হৃত্বিক রোশন। এই ছবিতে অভিনয় করে সেরা নবাগত পুরুষ অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ঘরে তুলেছিলেন।
** ২০০০ সালে ভালোবাসা দিবসে হৃত্বিকের ৩০ হাজার ভক্ত তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে এমনটা নিজেই জানিয়েছেন তিনি।
** অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের পর হৃত্বিক পঞ্চম বলিউড তারকা যিনি মাদাম তুসো জাদুঘরে জায়গা করে নেন।
** হৃত্বিকের প্রথম বেতন ছিলো মাত্র ১০০ রুপি। নয় বছর বয়সে দাদা জে ওম প্রকাশের পরিচালিত ‘আশা’ ছবিতে বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্রর সঙ্গে নেচে এই অর্থ উপার্জন করেছিলেন তিনি।
** সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হৃত্বিকের অনেক নারী ক্রাশ। কিন্তু বলিউডের এই সুপারস্টারের ক্রাশ ছিলো ডিম্পল নামে একটি মেয়ে। তারা একই স্কুলে ছিলো। তবে ডিম্পল তার থেকে দুই বছরের সিনিয়র ছিলো।
Leave a Reply